শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে মতবিনিময় সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ শুক্রবার বিকেলে টামটা উত্তর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাজাপুরা ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে এই মতবিনিময় সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল কেন্দ্রিয় বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শাহরাস্তি- হাজিগঞ্জ বিএনপি’র প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ শহিদুল্লাহ মিয়াজির সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক গোলাম ফারুক সাগরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবু ইউসুফ পাটোয়ারী রুপন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ কিরণ মুন্সী, উপজেলা যুবদলের সদস্য সচিব এহেতেশামুল হক গনি, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত আলী (বেঙ্গল)। উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ রবিউল আলম, উপজেলা কৃষক দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান মজুমদার, বিএনপি নেতা ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, ইউপি সদস্য মোঃ আহসান, বিএনপি নেতা মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিদুল হক শাহাদাত, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইমাম হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পাটোয়ারী,ছাত্রদলের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেনসহ উপজেলা,ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্রদল,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন সামনে আমাদের সুদিন,সেই ধারাবাহিকতার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন ক্ষতি হয় এমন ধরণের কোন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা তিনি উপস্থিত নেতা-কর্মীদের স্মরণ করিয়ে দেন। একই সঙ্গে তিনি বলেন, টেন্ডার বাজি, চাঁদাবাজি, থানার দালালিসহ সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তারকারী কেউ আমাদের দলের নেতা-কর্মী বা সমর্থক হতে পারে না।
আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান নির্দেশনায় যে নির্দেশ প্রদান করবেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব, এর বাইরে আমরা কোন কিছু বুঝি না। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।