চাঁদপুরের সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার ইফতার, সেহরী ও ঈদ উপহার পেয়েছে অর্ধশত পরিবার।
শুক্রবার বিকালে জেলার হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমূড়া, এনায়েতপুর, রায়চোঁ, ফরিদগঞ্জ উপজেলার মনতলা ও গুপ্টি ইউনিয়নে এ উপহার দেওয়া হয়।
সংগঠনটির সদস্যরা নিজ উদ্যোগে প্রায় ৫০টি হতদরিদ্র পরিবারের বাড়িতে গিয়ে পৌঁছে দেয় এ উপহার।
ওই সময় বাতিঘর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মো. হোসাইন পাটোয়ারী বলেন, এ সংগঠনটি গরিব, অসহায় ও মেহনতী মানুষের কল্যাণে কাজ করার জন্য। এখানের প্রত্যেক সদস্য নিজেদের সর্বোচ্চ দিয়ে এসব ছিন্নমূল মানুষের পাশে থেকে গেলো ২ বছর কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমাদের এমন কার্যক্রম অব্যাহত রাখবো।
ইফতার, সেহরী ও ঈদ উপহার বিতরণকালে বাতিঘর মানব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. হোসেন বেপারী, অর্থ বিষয়ক সম্পাদক নাছিমুল বারী, প্রচার সম্পাদক মো. রনি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।