২০২৪-২৫ অর্থবছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিবন্ধিত ১৫জন জেলেদের মাঝে এআইজিএ উপকরণ (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকাল উপজেলা পরিষদ চত্ত্বর শোভিত বটতলার উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, এসময় জেলে প্রতিনিধি, কর্মরত সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, নিষিদ্ধ সময়ে ইলিশ ও জাটকা আহরণ থেকে বিরত থাকতে হবে। ইলিশ জাতীয় সম্পদ এই ইলিশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করছি। তিনি আরও, জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করার জন্য যে উপকরণ দিচ্ছে সরকার, তার যথাযথ ব্যবহার থাকতে হবে এবং এর প্রতি যত্নশীল হতে হবে।