হাজীগঞ্জে আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে বিভিন্ন যানবাহনে অভিযান অব্যাহত রেখেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৫ মার্চ) হাজীগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমান চকপোস্ট স্থাপন করে অবৈধ যানবাহন আটক ও জরিমানা আদায় করে। চেকপোস্টে লাইসেন্স না থাকায় ৬ জন মোটরসাইকেল আরোহী এবং ৪ জন ট্রাক ড্রাইভারকে পৃথক হারে মোট ৩০ হাজার টাকা জরিমানা এবং ২টি গাড়ি জব্দ করা হয়।
জানা গেছে, এদিন বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত যৌথ বাহিনীর নেতৃত্বে হাজীগঞ্জ বাজারস্থ বাসস্ট্যান্ড এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোষ্ট বসিয়ে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ছোট-বড় ৫২টি যানবাহন তল্লাশি করা হয়। এসময় লাইসেন্স না থাকায় ৬জন মোটরসাইকেল আরোহী এবং ৪ জন ট্রাক ড্রাইভাকে পৃথক হারে মোট ৩০ হাজার টাকা জরিমানা এবং ২টি গাড়ি জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত ২টি মোটরসাইকেল হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে, হাজীগঞ্জ সেনাক্যাম্প। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান বজায় এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।