হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে দিনব্যাপী জামায়াতে ইসলামীর কর্মসূচী পালিত হয়েছে। ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে মঙ্গলবার রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা, মহিলা সমাবেশ, ঈদ সামগ্রী বিতরণ, ইফতার মাহফিল ও চ-চক্র অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাও. আবুল হোসাইন।
এদিন বেলা ১১টার দিকে ইউনিয়নের পালিশারা মদিনাতুল উলুম ইসলামীয়া দাখিল মাদ্রাসার হলরুমে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পবিত্র মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা ও নেতৃবৃন্দকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়। বক্তব্য শেষে উপস্থিতির মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
দুপুরে জামায়াতের আহম্মদপুর আঞ্চলিক কার্যালয়ে অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, বিকালে তারালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রমজানে তাৎপর্য বিয়ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দেশের সকল শহীদের মাগফেরাত এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর বাদ মাগরিব নেতাকর্মীদের অংশগ্রহণে তারালিয়া বাজার সংলগ্ন বালুর মাঠে চা-চক্র অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ মাও. মো. ইলিয়াছের সভাপতিত্ত্বে এসময় বক্তব্য রাখেন, অধ্যাপক মাও. আবুল হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. জয়নাল আবেদীন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি হাফেজ আব্দুল মোতালেব, সেক্রেটারী মো. আব্দুল ফরিদ, ওলামা বিভাগের উপজেলা বাইতুল মাল বিষয়ক সম্পাদক হাফেজ মাও. আবুল খায়ের, ৪নং ওয়ার্ড সভাপতি হাফেজ আহম্মেদ প্রমুখ।
এসময় অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জামায়াতে ইসলামীর উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতৃবন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।