হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে সুবিধাবঞ্চিত অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকালে উপজেলা ও পৌরসভার বিভিন্ন গ্রামে সংগঠনটির নেতাকর্মীরা নিজ হাতে এই উপহার পৌঁছে দেন।
উপহার বিতরণ কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করেন প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার ভারপ্রাপ্ত সভাপতি, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হাজী মো. ইউনুস মাহমুদ। এছাড়া সহায়তা করেন হাজীগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য ও উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইকরাম এইচ জিদান।
উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নিরব আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোফাজ্জল ও তাকবির আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের সদস্য ইব্রাহীম পাটোয়ারীসহ উপজেলা ও পৌরসভা ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতেই এ ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।