অনলাইন স্পোর্টস ডেস্কঃ
২০২৩-২৭ সাল পর্যন্ত আইপিএলের ৪১০টি ম্যাচের জন্য সম্প্রচার স্বত্ব (IPL Media Rights) বিত্রি হল রেকর্ড অঙ্কে। ৪৮ হাজার ৩৯০ কোটি টাকা (The Board of Control for Cricket in India, BCCI)! মঙ্গলবার বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) টুইট করে জানিয়ে দিলেন সেই কথা।
গত পাঁচ বছর আইপিএলের সম্প্রচারকারী স্বত্ব ছিল স্টার ইন্ডিয়ার কাছে। তবে এবার স্টার ইন্ডিয়াকেও পিছনে ফেলে দিয়েছিল সোনি পিকচার্স। ২০১৭ সালের সেপ্টেম্বরে ১৬৩৪৭.৫০ কোটি টাকায় সম্প্রচারকারী স্বত্ব কিনে নিয়েছিল স্টার ইন্ডিয়া। এই ডিলের ফলে আইপিএল-এর প্রতিটা ম্যাচের মূল্য ছিল প্রায় ৫৫ কোটি টাকার কাছাকাছি। আগামী পাঁচ বছরের জন্য যে পরিমাণ অর্থ আইপিএল-এর সম্প্রচারের জন্য খরচ হতে চলেছে তাতে টিভি সম্প্রচারের দিক দিয়ে এক একটি ম্যাচের মূল্য হবে ৫৭.৫ কোটি টাকা এবং ডিজিটাল সম্প্রচারের দিক দিয়ে এক একটি ম্যাচের মূল্য হবে প্রায় ৪৮ কোটি টাকা। যা একত্রে ১০০ কোটিরও বেশি।