সৌরভ লোধ, বরুড়া কুমিল্লাঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর ‘বদ মেজাজ’ নামের পেইজের এডমিন কবির (২১) মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। সোমবার ভোর ৬টার দিকে ঢাকায় একটি হাসপাতালে আইসিইউতে থাকা অবস্থায় তিনি মারা যান।
এদিন সকালে বদমেজাজ পেইজ থেকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ।
পোস্টে বলা হয়, অবশেষে ভোর ৬ টা ১১ মিনিটে কবিরকে ডাক্তার সম্পূর্ণ নেই বলে ঘোষণা করে।
এর আগে রোববার রাত ১১টায় ডাক্তার আমাদের জানায়, যে কবিরের ব্রেইন ডেথ কিন্তু তার হার্ট চলতেছে,সবাই কবির এর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। যাতে তার সকল গুনাহ মাফ করে দেয়।’
নিহত কবির কুমিল্লার বরুড়া উপজেলার দক্ষিণ শিলমুড়ী ইউনিয়ন এর খয়রাতপাড়া গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে ।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় এলাকার দাসপাড়া চৌমুহনী থেকে শিলমুড়ী বাজারের সংযোগস্থলে ২ বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলো। এমতাবস্থায় এক মোটরসাইকেল এসে ওদের গায়ের উপর চাপিয়ে পড়ে। এতে কবির মারাত্মকভাবে আহত হয়।
এরপর আহতদের উদ্ধার করে প্রথমে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা টাওয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে দেওয়া হয়।
সেখানে অবস্থা আশংকাজনক হলে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ সজ্জায় হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ সোমবার (১৮ জুলাই) দুপুরে নিজ গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, কয়েক মাস পূর্বে ঢাকার এক নারীর করা মামলায় জেলহাজতে ছিলেন ‘বদমেজাজ’ এডমিন কবির। সম্প্রতি তিনি জামিনে জেল থেকে ছাড়া পান।