জসিম উদ্দিন, ফরিদগঞ্জ:
প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
সভাপতি পদে দুইজন প্রার্থী অংশগ্রহণ করে একজন ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ আরেকজন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির( বিআরডিবি) চেয়ারম্যান আ: সালাম আজাদ জুয়েল।
মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১১ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মশিউর রহমান ভূঁইয়া।। মোট ভোটার সংখ্যা ৮ জন। মুহম্মদ হারুনুর রশিদের নাম প্রস্তাব করেন মাদ্রাসার নির্বাচিত অভিভাবক সদস্য মোঃ জাহাঙ্গীর মিজি , আব্দুস সালাম আজাদ জুয়েলের নাম প্রস্তাব করেন অভিভাবক সদস্য আব্দুর রহিম মিয়াজী।
অতঃপর ৮ জন ভোটারের গোপন ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচনের জন্য ভোটের ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের গোপন ভোটের মাধ্যমে ৪ ভোট পেয়ে আব্দুস সালাম আজাদ জুয়েল ইসলামপুর সাদিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি ২০২২ এর সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ ৩ ভোট পেয়ে পরাজিত হন। বাকী ১ ভোট বাতিল বলে ঘোষণা করেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁঞা আব্দুস সালাম আজাদ জুয়েল কে সভাপতি ঘোষণা করেন।