ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের কৃতী সন্তান এ্যাড. আব্বাস উদ্দিন। সভাপতি হিসেবে নির্বাচিত হন সিনিয়র সচিব নেয়ামত উল্লাহ ভূঁইয়া।
শনিবার (১১ জানুয়ারি ২০২৫) বিকাল ৪ টায় কাকরাইলে সংস্থার অফিস কক্ষে সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন ও নির্বাচন ২০২৫ কমিটির আহ্বায়ক আবদুল করিম সরকারের সভাপতিত্বে আগামী ২ বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কুমিল্লা, ব্রাক্ষনবাড়িয়া ও চাঁদপুর জেলা নিয়ে বৃহত্তর কুমিল্লা সমিতি ১৯৬০ সালে গঠিত হয়। সদস্যদের কল্যাণের পাশাপাশি সমিতি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি, দরিদ্র ছেলে মেয়েদের বিবাহ সহায়তা এবং অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, সামাজিক কর্মকান্ড পরিচালনা করা হয় এই সমিতি থেকে। এছাড়াও মসজিদ মাদ্রাসায়ও অনুদান প্রদান করা হয়।
পুরনো এই সমিতির প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট কর আইনজীবি, শিক্ষানুরাগী, রাজনৈতিক চাঁদপুর তথা ফরিদগঞ্জের কৃতি সন্তান এ্যাডভোকেট আব্বাস উদ্দিন। জিনি দীর্ঘদিন ফরিদগঞ্জে দরিদ্র অসহায় মানুষদের নিয়ে কাজ করে আসছেন। এছাড়া ফরিদগঞ্জে শিক্ষাখাতকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্বাস উদ্দিন ঢাকা ট্যাক্সসেস বার এসোসিয়েশনের দুই বারের জনপ্রিয় সাবেক সভাপতি, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের মহাসচিব, ঢাকাস্ত বৃহত্তর কুমিল্লা আইনজীবী কল্যান সমিতির সাবেক সভাপতি, ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা কর আইনজীবী কল্যাণ সমিতির সাবেক সভাপতির দায়িত্ব অত্যান্ত কৃতিত্বেরসহিত এবং সফলভাবে পালন করেছেন। বর্তমানে ‘এ্যাডভোকেট আব্বাস উদ্দিন ফাউন্ডেশন’র সভাপতির দায়িত্বও পালন করছেন।
এ্যাডভোকেট আব্বাস উদ্দিন ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ফরিদগঞ্জ লেখক ফোরামসহ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন তাঁকে অভিনন্দন জানিয়েছেন।