মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির রেজি-নং চট্ট ১৮৭৮ এর উদ্যোগে” সিএনজিতে রেখে যাওয়া যাত্রীদের মালামাল ফেরত নেওয়ার বিশেষ আহবান করেছেন মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার।
চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির প্রধান কার্যালয় শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় গতকাল সমিতির সভাপতি আবুল হোসেন মজুমদার জানান চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার যাত্রীদের যাতায়াতের সময় সিএনজিতে ভুলবশত রেখে যাওয়া জরুরী ১৩ টি বিভিন্ন ধরনের ব্যাগ, ১টি ট্যাপ মোবাইল, ১টি জাতীয় পরিচয় পত্র ও ১টি ডাচ বাংলা ব্যাংকের ক্যাস কার্ড ভুলবশতা সিএনজিতে রেখে যান। মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদারের পূর্বের নির্দেশনা অনুযায়ী সিএনজি চালক মালামাল গুলো গাড়িতে পেয়ে মালিক সমিতির অফিসে জমা দেন।
মালিক সমিতির নির্দেশনা অনুযায়ী পূর্বে সামাজিক যোগাযোগ ফেসবুক মাধ্যম ও শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় বাস স্ট্যান্ড মাইকিং প্রচারসহ বিভিন্ন মাধ্যমে হারিয়ে যাওয়া মালামাল যাত্রীদের উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ফেরত দেওয়া হয়েছে। এ ধরনের মহতি উদ্যোগ এবং পূর্বের ধারাবাহিকতা আরো ১৩ টি ব্যাগসহ অন্যান্য মালামাল অফিসে জমা রয়েছে। এ বিষয়ে মালিক সমিতির সভাপতি নির্দেশনা অনুযায়ী হারিয়ে যাওয়া মালামালের প্রকৃত মালিকগণ মালিক সমিতির অফিস অথবা সভাপতির মোবাইল নাম্বার-০১৮৬৫-৪০৪০৪৮/০১৭২৮-