নিজস্ব প্রতিবেদকঃ
ছাত্র জমিয়ত বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৩ সেপ্টেম্বর(মঙ্গলবার) সকালে চাঁদপর বড়স্টেশন মাদরাসা মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মঈনুদ্দিন মানিকের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি নুরুল আমীনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতী নাছির উদ্দীন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলার সভাপতি বীর মুক্তিযুদ্ধা মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, মাওলানা আখতারুজ্জামান তালুকদার
সহ সভাপতি যুব জমিয়ত বাংলাদেশ, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম সভাপতি যুব জমিয়ত ঢাকা মহানগর।
প্রধান অতিথির বক্তব্যে মুফতী নাছির উদ্দীন খান বলেন জমিয়ত গতানুগতিক কোন রাজনীতি করে না। জমিয়ত সময়ের ভাষা বুঝে সঠিক সিদ্ধান্ত নেয়। তিনি আরো বলেন আমরা একথা বলিনা যে সিয়াসত হীঁ দ্বীন হে, আমরা বলি সিয়াসত ভীঁ দ্বীন হে। ছাত্র জমিয়তের প্রতিটি সদস্যকে প্রশিক্ষণের আওতায় এসে নিজেদেরকে আগামীর দেশ-জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযুদ্ধা মাওলানা সিরাজুল ইসলাম বলেন দেশের স্বাধীনতা সংগ্রামে উলামায়ে কেরামের ভূমিকা ছিল প্রশংসনীয়। আলেমরা নিজেদের জান,মাল সবকিছু দেশের তরে বিলিয়ে দিয়েছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিক ভাবে সংরক্ষণ করা খুবই প্রয়োজন আগামীর প্রজন্মের জন্য ।
এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক কাউছার আহমদ সহ প্রমুখ।