-
মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তি উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা কামরুজ্জামান মিন্টু এর পূজামণ্ডপ পরিদর্শন ও সৌজন্য সাক্ষাৎ করেছেন ৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাহরাস্তি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, চাঁদপুর জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য,ও সাবেক ছাত্রনেতা মোঃ কামরুজ্জামান মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা খিজির হায়দার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, টামটা দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জহিরুল আলম ভূঁইয়া মানিক, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাজী নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আলমগীর কবির পলাশ, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হিরো, রফিকুল ইসলাম রকি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, ছাত্রলীগ নেতা আলমগীর হায়দার, যুবলীগ নেতা শামীম হোসেন প্রমূখ। সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।