কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি \
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে কচুয়ায় সাধারণ সদস্য পদে উপজেলা আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা (টিউবওয়েল প্রতীকে) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উৎসব মুখর পরিবেশে সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে একটানা ভোট গননা অনুষ্ঠিত হয়। নির্বাচনে তৌহিদুল ইসলাম (টিউবওয়েল) প্রতীক পেয়েছেন ৭৯ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মো. জোবায়ের হোসেন (হাতি) প্রতীক পেয়েছেন ৫২ ভোট। নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার মো. সোফায়েল হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।