কবির আহমেদ :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বীরমুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ(সার্টিফিকেট) ও স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
রোববার (২০ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলার উন্নয়নের রুপকার গণমানুষের প্রাণপ্রিয় নেতা ৪ বারের সাংসদ নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর(অব.) রফিকুল ইসলাম বীরউত্তম।
তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিচক্ষণ ও সাহসী নেতৃত্বে এবং তাঁর নির্দেশে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে।তাদের বীরত্বপূর্ণ অবদানে আজ স্বাধীন বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্থান অর্জন করে নিয়েছে।জাতিরপিতার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত পরিকল্পনা, যুগোপযোগী সিদ্ধান্তে এবং নিরলস প্রচেষ্টায় আজ জনগণের কল্যাণে বাংলাদেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বিশ্বে উন্নয়নের রোল মডেল।
তিনি আরো বলেন,আওয়ামীলীগ সরকার বীরমুক্তিযোদ্ধা সহ সবার জীবনমান উন্নয়নে কাজ করছেন।
সরকারি গেজেটভুক্ত হাজীগঞ্জের ৬০৯ জন বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে অনুষ্ঠানে ১৩ জনকে বীরমুক্তিযোদ্ধাবৃন্দকে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড প্রাপ্তরা হলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান,ছিদ্দিকুর রহমান,মোঃ আঃ মতিন খাঁন,মোঃ আবদুল গফুর মিয়াজী,মোঃ হেদায়েত উল্ল্যাহ,মোঃ আবদুল করিম,ছফিউল্লা পাঠান,আঃ রহিম মজুমদার, শেখ ফরিদ,মোঃ তাজুল ইসলাম,নজরুল ইসলাম,আবুল কালাম আজাদ ও তাফাজ্জ্বল হোসেন ভূঁইয়া।
পর্যায়ক্রমে গেজেটভুক্তদের দেয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোঃ মাঈনুদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ,মহিলা ভাইস-চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন,জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটা.আহসান হাবিব অরুণ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের বিএসসি।
অনুষ্ঠানে,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,সুধীজন, সরকারি বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ,সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।