রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের অবকাঠামোর ৫৬৪.৯ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থমন্ত্রী। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিও থেমে গেছে বলে দাবি করেছেন তিনি।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি জানিয়েছেন, রাশিয়ার সেনা অভিযানে আট হাজার কিলোমিটার রাস্তা ধ্বংস হয়ে গেছে। ১০ মিলিয়ন স্কয়ার মিটার আবাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়া একে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করার জন্য বিশেষ অভিযান হিসেবে অভিহিত করে আসছে। তবে পশ্চিমারা বলছে, কোনো রকম উস্কানি ছাড়াই ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া।
সূত্র: বিবিসি