মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়নের রাজাপুর প্রগতি সংসদের ৫৫ বছর পুর্তি উদযাপন উপলক্ষে সাধারন জ্ঞান, সরচিত কবিতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং গোল্ডকাপ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার দিনব্যাপী অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ ও খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
রাজাপুর প্রগতি ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রগতি সংসদের সভাপতি মো. আ. তাহিদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া ও এনসিসি ব্যাংক হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. রহমতুল্লাহ, সদর ইউনিয়নের মাতৈন আদর্শ পাঠাগারের সভাপতি সমাজকর্মী মো. জহিরুল ইসলাম প্রমুখ।
প্রগতি সংসদের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের সার্বিক তত্ত¡বধানে ও ক্রীড়া সম্পাদক মামুন হোসেনের উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ। উল্লেখ্য, ১৯৬৮ সালে রাজাপুর প্রগতি সংসদ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে।