শাখাওয়াত হোসেন শামীম:
হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ও এস.এস.সি ভোকেশনাল ২০২৩ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ আহাম্মদ খসরু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আকবার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুনির্মল দেউরী, হাজীগঞ্জ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা বেগম,শিক্ষকদের পক্ষে
বক্তব্য রাখেন মিজানুর রহমান,অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন,বি,কে নাজিফাতুন নূর,নিঝুম আকতার, তাজনুবা আসফা,বিদায়ী ছাত্রীদের পক্ষ থেকে অশ্রু ঝরা মর্ম বানী পাঠ করেন তাসনুবা তাবাচ্ছুম ঝুমু ও অধ্যয়নরত ছাত্রীদের পক্ষ থেকে কচি প্রানের আবেগ পাঠ করেন নবম শ্রেনীর ছাত্রী তাহসিন চৌধুরী।
এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য মো. জাকির হোসেন সোহেল, অভিভাবক সদস্য মোহাম্মদ ওমর ফারুক,মোস্তাফিজুর রহমান সুজন, মহিবুল ইসলাম, বিল্লাল হোসেন, রাবেয়া আক্তার, শিক্ষক প্রতিনিধি মাইনুদ্দিনসহ সকল শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন,মারজিয়া আদ্রিতা অধরা ও গীতা পাঠ করেন,অর্পিতা বণিক।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক নূরুল আমিন।