কবির আহমেদ,হাজীগঞ্জ :
চাদঁপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বলিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৩ খ্রিস্টাব্দ এসএসসি পরীক্ষাদের বিদায় উপলক্ষ্যে সফলতা কামনায় অত্র স্কুল আয়োজিত আলোচনা সভা, বার্ষিক মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য মোঃ আওলাদ হোসাইন (নভী)।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতায় করণীয় বিষয়ে দিক-নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,অত্র বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোঃ কবির মুন্সী ও কবির হোসেন মিয়াজী, ,অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নূরে আলম সিদ্দিকী।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,সহকারী শিক্ষক মিল্লাত হোসেন মুন্সী সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বিএসসি।
এসএসসি পরীক্ষার্থীদের পক্ষে
মানপত্র পাঠ করেন,রেজাউল করিম,অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন সানজিদা আক্তার,এসএসসি পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন,সাকিল আহম্মেদ ও সাকিব,অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন,মাইমুনা আক্তার।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ,দোয়া এবং বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও বাংলাদেশ সহ বিশ্ববাসীর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অত্র ইউনিয়ন যু্বলীগের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,অভিভাবকবৃন্দ,শিক্ ষক-শিক্ষিকাবৃন্দ,শিক্ষার্থীবৃ ন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য,
ঐতিহ্যবাহী বলিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়তে শৃঙ্খলা সহ অত্র বিদ্যালয়ের পড়ালেখার গুণগতমান নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করছেন।২০২৩ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করেছে এবং A+ পেয়েছে ১২।
এবারের অত্র স্কুলে এসএসসি পরীক্ষার্থী সংখ্যা ১৫৯ জন।বিজ্ঞান শাখায় ৫৩জন,মানবিক শাখায় ৭৫ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৩১ জন পরীক্ষার্থী।
অত্র বিদ্যালয়ের সার্বিক উন্নতির জন্য প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলের সুচিন্তিত মতামত এবং সহযোগিতা কামনা করেছেন।