Header Border

ঢাকা, শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
কারখানার বর্জ্যে দূষিত পরিবেশ মতলব উত্তরে সাবেক মন্ত্রী মরহুম নুরুল হুদার স্মরণে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত মতলবের ৪ বারের সাংসদ নুরুল হুদার ৮ম মৃত্যুবার্ষিকী আজ চাঁদপুরের কচুয়ায় পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল,২ বোতল মদসহ একজন গ্রেফতার। শাহরাস্তিতে প্রথম বারের মতো তারুণ্যের ম্যারাথনে প্রতিযোগী এনায়েতপুর মরহুম ইকবাল আখন্দ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  আল-আমিন একাডেমি গুনরাজদী শাখার ইনচার্জ নাছির উদ্দিনর পিতার জানাজা ও দাফন সম্পন্ন  শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত মতলব উত্তরে মায়ের জানাজায় ছেলের মৃত্যু : এলাকায় শোকের মাতম হাজীগঞ্জে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ 

হাজীগঞ্জের মকিমাবাদে আগুনে টাইলসের মালামালের গোডাউন পুড়ে ছাই

 

 

হাজীগঞ্জে টাইলসের কাজের মালামালের গোডাউন আগুনে পুড়ে নিঃস্ব হয়েছেন মো. খোরশেদ আলম রুবেল নামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বুধবার (২১ ফেব্রুয়ারী) রাতে পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের দুধ মিয়া জমিদার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তিনি হাজীগঞ্জ বাজারস্থ এস.এফ এন্টার প্রাইজের স্বত্ত্বাধীকারী।

জানা গেছে, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ করে গোডাউনে আগুন দেখে রুবেলের পরিবারের লোকজন ও স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিস চারদিকে খবর দেয়। কিন্তু গোডাউনে থাকা টাইলসের কাজের মালামাল পুটিং ও ভিক্সল থাকায় মূহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু বাড়ির ভিতরের রাস্তা প্রশস্ত না হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি। পরে পানির পাম্প নিয়ে প্রায় আধাঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রনে আসে। কিন্তু ততক্ষণে গোডাউনে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এসময় আগুন নিভাতে গিয়ে এবং আগুন থেকে একটি গরু রক্ষা করতে গিয়ে আহত হন খোরশেদ আলম রুবেল। ধারণা কর হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে গোডাউন রাখা পুটিং ও ভিক্সলসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয় বলে জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর বড় ভাই মো. আব্দুল কাদের।

তিনি আরো জানান, ছোট ভাই রুবেল ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করে আসছেন। কিন্তু আগুনে মালামাল ও গোডাউনটি পুড়ে সে অনেকটা নিঃস্ব হয়ে গেছে। এ দিকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রতি সমবেদনা জানান, হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মো. আব্দুর রবের সাথে কথা হলে তিনি বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। কিন্তু ওই বাড়ির ভিতরে রাস্তা প্রশস্ত না হওয়ায় এবং গোডাউনে থাকা মালামাল দাহ্য পদার্থের কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে।

আরো পড়ুন  হাজীগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রকৌশলী মোহাম্মদ হোসাইন

তিনি সর্বসাধারণের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা বাড়ির রাস্তা প্রশস্ত ও খোলামেলা রাখুন এবং পানির উৎসস্থল পুকুর ও খালসহ জলাশয় ভরাট থেকে বিরত থাকুন। পাশাপাশি বিদ্যুতের সংযোগ লাইন, গ্যাস ও চুলা, কয়েলসহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এমন জিনিসপত্রের প্রতি সচেতন থাকুন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কারখানার বর্জ্যে দূষিত পরিবেশ
মতলব উত্তরে সাবেক মন্ত্রী মরহুম নুরুল হুদার স্মরণে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত
মতলবের ৪ বারের সাংসদ নুরুল হুদার ৮ম মৃত্যুবার্ষিকী আজ
চাঁদপুরের কচুয়ায় পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল,২ বোতল মদসহ একজন গ্রেফতার।
শাহরাস্তিতে প্রথম বারের মতো তারুণ্যের ম্যারাথনে প্রতিযোগী
এনায়েতপুর মরহুম ইকবাল আখন্দ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

আরও খবর

error: Content is protected !!