চাঁদপুর-২ (মতলব উত্তর উপজেলা-মতলব দক্ষিণ উপজেলা) নির্বাচনী আসনের চারবারের সংসদ সদস্য, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার ৮ম তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজারা ইউনিয়ন ও ফরাজীকান্দি ইউনিয়নে দোয়া, আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে গজরা ইউনিয়নের রাজুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলামের আয়োজন মরহুম নুরুল হুদার স্মরণে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গজরা ইউনিয়ন যুবদল নেতা রেহান উদ্দিন প্রধান, রেহান উদ্দিন ফরাজি প্রমুখ। মিলাদ মাহফিল দোয়া ও শোকসভা শেষে সকলের মাঝে তাবারুক (খিচুড়ি) বিতরণ করা হয়।
অপরদিকে একই সময়ে ফরাজীকান্দি ইউনিয়নে ৪নং ওয়ার্ডের সর্দারকান্দি বাজারস্ত ইউনিয়ন বিএনপির ও সহযোগী অঙ্গসংগঠনের কার্যালয়ে মরহুম নুরুল হুদার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, উপজেলা যুবদল নেতা হালিম সরকার রিংকু, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল বাসার ছগির, বিএনপি নেতা সফিকুর রহমান, গোলাম হোসেন গাজী প্রমুখ।