চাঁদপুরের কচুয়া থানা পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল,২ বোতল বিদেশী মদসহ একজন গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ এম. আবদুল হালিম এর সার্বিক দিক-নিদের্শনায় এসআই(নিরস্ত্র)/ রাশেদুদ জামান সঙ্গীয় ফোর্সসহ নিয়ে কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ভূইয়ারা পশ্চিম পাড়া(মহিনের নতুন বাড়ী) বিশেষ অভিযান পরিচালনা করাকালে ওই গ্রামের মহিনের ছেলে
চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ ইয়াছিন(২৫) দেখানো মতে তাহার নতুন বাড়ীর পশ্চিম পার্শ্বের গোয়াল ঘর হইতে তল্লাশি করে একটি নেভি ব্লু কাপড়ের ব্যাগের ভিতর খাকি কস্টেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো ০৮টি প্যাকেটের ভিতর একটি প্যাকেটে ০৭ কেজি, আরেকটি প্যাকেটে ০২ কেজি, বাকি ০৬টি প্যাকেটে ১ কেজি করিয়া ০৬ কেজিসহ সর্বমোট- ১৫ কেজি গাঁজা, ০৫ বোতল ফেন্সিডিল ও ০২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয় ও চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াছিনকে গ্রেফতার করা ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে কচুয়া
থানার অফিসার ইনচার্জ এম আব্দুল হালিম জানান ।