বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ এর রত্নগর্ভা মা শাহজাদী বেগমের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের পরিবারের আয়োজনে শুক্রবার বিকেলে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ড. সেলিম মাহমুদ এমপি।
পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে স্মরনসভা ও দোয়া মাহফিল অংশগ্রহণ করেন,মরহুমার জৈষ্ঠ পুত্র পটুয়াখালী জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ একেএম জাহাঙ্গীর আলম রবিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয়সহ আরো অনেকে।
আলোচনা শেষে মরহুমার জান্নাতময় জীবন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, শাজুলিয়া দরবার শরীফের পীর শাহ্ মো. রুহুল্লাহ শাজুলী