বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সহ-সভাপতি, চাঁদপুর-২ আসনের ৪ বারের সাংসদ, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী, বীর মুক্তিযুদ্ধা মরহুম নুরুল হুদার ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মতলব উত্তর-দক্ষিণ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা মাসজিদে মাজিদে এ দোয়ার আয়োজন করা হয়েছে।
মরহুম নূরুল হুদার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া আয়োজন করেন। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর ও জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন জানান, মরহুম নুরুল হুদা ছিলেন আমাদের প্রানপ্রিয় জননেতা। তার আজ ৮ম মৃত্যু বার্ষিকী। আমরা তার আত্মার মাগফেরাত কামনায় আমাদের এই দোয়ার আয়োজন। এই দোয়ার মাধ্যমে মরহুম নুরুল হুদাকে যেন মহান রাব্বুল আল আমিন জান্নাতবাসী করে।
ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি বলেন, মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে জুম্মার নামাজের পরে উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেছি।
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন ও কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান জানান, মরহুম নুরুল হুদা ছিলেন মতলবের বিএনপির অভিভাবক। তার মৃত্যুতে আমরা বিএনপির অভিভাবক হারিয়েছি। তার চলে যাওয়ায় মতলবের বিএনপির শূন্যস্থান আর পূরণ হবে কিনা জানিনা। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও মরহুম নুরুল হুদার জোষ্ঠ পুত্র তানভীর হুদা জানান, আমার বাবার জন্য যারা দোয়ার আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘ আট বছর পরও তারা তাদের নেতাকে মনে রেখেছে। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল কবরবাসীর জন্য দোয়া করা হয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের জন্যও দোয়া করা হয়েছে।