হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের বাকিলাও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার ২২ জুন অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য অভিভাবক সদস্য নির্বাচিত করেন। এদিন সকাল ১০টায় থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে থানা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন ২০২৪ইং নির্বাচনে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ৬ প্রার্থীর বিপরীতে চার জনকে নির্বাচিত করেন ভোটাররা। বিদ্যালয়ের ৮২৫ অভিভাবকের বিপরীতে ৬৪৬ জন অভিভাবক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে বৈধ ভোট সংখ্যা ৬০৭টি। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর আলম।
এবারের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে ভোটারদের সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন মো. হোসেন মোল্লা লিটন, এনামুল হক তোয়াব, মোহাম্মদ আবুল হোসেন লিটন ও শ্যামল কান্তি দাস।
বিজিত প্রার্থীরা কুমিল্লা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে তারা আগামী দুই বছরের জন্য ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।