হাজীগঞ্জে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে হাজীগঞ্জ বাজারে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিন মিছিলটি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠ থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। জামায়তে ইসলামীর উপজেলা আমীর মো. কলিম উল্যাহ ভুইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মাও. আবুল হোসাইন।
পৌর আমীর মাও. আবুল হাসানাত পাটওয়ারীর উপস্থাপনায় সমাবেশে দাওয়াহ ও তালিমূল কুরআন বিভাগের জেলা সভাপতি হাফেজ মাও. মীর হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. মুজাম্মেল হোসেন মজুমদার পরান, বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাও. আবু জাফর ছিদ্দীকি, উপজেলা সেক্রেটারী মাও. শরীফ হোসাইন পাটওয়ারী উপস্থিত ছিলেন।
এসময় জামায়াতে ইসলামীর উপজেলা সহকারী সেক্রেটারী মো. জয়নাল আবেদীন, পৌর নায়েবে আমীর মাও. মো. কবির হোসেন, সেক্রেটারী মাও. সফিকুর রহমান, দাওয়াহ ও তালিমূল কুরআন বিভাগের উপজেলা সভাপতি মাও. সাইফুল ইসলাম মোল্লাসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।