কচুয়া উপজেলার ১২ নং আশ্রাফপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামে রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডে সুবর্ণ আক্তার(৮)নামে এক শিশু অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মৃত্যুবরণ করেন। সুবর্ণা আক্তারের চিকিৎসা ব্যয় ও দাফন কার্যের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুবর্ণার পিতা শফিকুল ইসলাম এর হাতে ২০,০০০/- (বিশ হাজার)টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ হেলাল চৌধুরী। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম ও আশ্রাফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবু সাইদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম জানান যে,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচি হতে উক্ত সহায়তা প্রদান করা হয়েছে।সুবর্ণার বাবা আর্থিক সহায়তা পেয়ে উপজেলা প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।