হাজীগঞ্জে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলার অন্যতম সুনামধন্য প্রতিষ্ঠান আল কাউসার ট্রাস্টের চেয়ারম্যান ও টুআরইউ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার বাচ্ছুর উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৪টায় হাজীগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই মাহফিলে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ আল কাউসার স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও স্বর্ণপদকপ্রাপ্ত বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু জাফর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুআরইউ গ্রুপের পরিচালক মো. আবুল বাশার বাচ্ছু। তিনি বলেন “সিয়ামের মাস মাহে রমজান আত্মশুদ্ধির মাস। এ মাসে বেশি বেশি আমল করা, দান-সদকা করা, গরীব-দুঃখীর পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সমাজে সংযম ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আমরা চাই আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হোক, সৎ লোকেরা দেশ পরিচালনা করুক এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মীর হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন, হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. কলিম উল্লাহ ভূঁইয়া, নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান,পৌর জামায়াতের আমীর আবুল হাসানাত পাটোয়ারী,নায়েবে আমীর মাওলানা কবির হোসাইন,সেক্রেটারি শফিকুল ইসলাম,পৌর যুবদলের সাবেক সদস্য সচিব এমরান হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু জাফর। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের মতো এবারও আল কাউসার ট্রাস্টের চেয়ারম্যান মো. আবুল বাশার বাচ্ছুর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। মাহে রমজানের শুরুর দিকেই গরিব-দুঃখীদের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হয়, যা এলাকার মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, মো. আবুল বাশার বাচ্ছু একজন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি, যিনি চাঁদপুর জেলার উন্নয়নমূলক কাজে অগ্রগামী ভূমিকা পালন করছেন। তাঁর এই মহতী উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।