পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে হাজীগঞ্জ পৌরসভার ১২টি ওয়ার্ডে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সরকারের বিশেষ বরাদ্দ বুধবার (১৯ মার্চ) বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) ৪ হাজার ৬শ ২১ পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে সরকারি চাল বিতরণ করা হয়।
এদিন সকালে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। তিনি পৌরসভার ১২টি চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। পরিবার প্রতি ১০ কেজি করে মোট ৪৬ হাজার ২১০ কেজি চাল বিতরণ করা হয়।
এসময় প্রশাসকের সহায়ক ও দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরদের মধ্যে হাজীগঞ্জ থানার অফিসার মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, প্রকৌশলী মো. আজিজুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, সৈয়দ ফেরদৌস আহমেদ ও পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।