অনলাইন নিউজ ডেস্কঃ
চাঁদপুরের কচুয়া ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজে ২০২২ সালের এইচএসসি পরিক্ষার্থীদের সফলতা কামনায় আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ শহিদুল ইসলাম।
শিক্ষার্থী উর্মি মজুমদারের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জ্বালানী ও খনিজ মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম সচিব মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, দাতা সদস্য হুমায়ুন কবির, অভিভাবক সদস্য খালেকুজ্জামান শামীম, আবদুর রহিম, ইঞ্জিনিযার আবদুল মান্নান।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, ইংরেজী বিভাগের শিক্ষক শরিফুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক মো: ওয়াসিম, ইতিহাস বিভাগের শিক্ষক সুফিয়া আক্তার, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে সাবিকুন্নাহার নাশিত, রফ রফ আক্তার, সাবিনা আক্তার, অধ্যয়নরত শিক্ষার্থী কুলসুম আক্তার, নুশরাত জাহান, শান্তা ঘোষ প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেল করেন, শিক্ষার্থী সালমা আক্তার এবং বক্তব্য শেষে শিক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাসিমপুর মসজিদের ইমাম।