বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকবে গণ অধিকার পরিষদ। সোমবার (১০ জুলাই) বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে গণ অধিকার পরিষদের একাংশের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আমীর খসরু বলেন, বিএনপির সকল আন্দোলনে পাশে থাকবে গণ অধিকার পরিষদ।
এ সময় বিজয় না হওয়া পর্যন্ত মাঠে থাকার কথা জানান গণ অধিকার পরিষদের একাংশের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান।