শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ সফল করতে ১সেপ্টেম্বর বিকেলে শাহরাস্তি উপজেলা কৃষিক দলের সভাপতি মোঃ বাহাউদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে কৃষক দলের এক বিশাল মিছিল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগদেন মিছিলটি
কালিয়াপাড়াদলিয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে আস্তে গেইট দোয়াভাঙ্গা, ঠাকুর বাজার অতিক্রম করে মেহার কালিবাড়ী মাঠে এসে সমাবেশে মিলিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শাহরাস্তি-হাজিগঞ্জ বিএনপির প্রধান সমন্বয় লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, মোঃ কাজী মোঃ শাহাজান, মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মুনিরুজ্জামান পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন লিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল সাহিন, দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন বৈদ্ধসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের নেতৃবৃন্দ।