মতলব উত্তর উপজেলার ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর অভিভাবকদের
নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২ নভেম্বর) সকালে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদের
সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. কামাল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,
সহকারী প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, নুর হোসেন, সেলিনা পারভীন, ফারুক আহমেদ
বাদল, শেখ সাদী, আব্দুল্লাহ আল মামুন, কার্যকরী পরিষদের সদস্য আব্দুস সাত্তার গাজী, কাউছার
আহম্মদ, মো. সফিকুল ইসলাম’সহ অভিভাবকদের মধ্যে অনেকে।
অভিভাবকরা নতুন শিক্ষাক্রমের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন।
প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং
শিক্ষাক্রমের ভাল দিক ও সুবিধা নিয়ে আলোচনা করেন। অভিভাবকরা ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ
বিদ্যালয়ের পক্ষ থেকে জাতীয় শিক্ষাক্রম ২০২১ নিয়ে মতবিনিময় সভা করার জন্য স্কুল কর্তৃপক্ষকে
ধন্যবাদ জানান।
প্রধান শিক্ষক অভিভাবকদের নতুন শিক্ষাক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ও অভিভাবকদের
সহযোগীতা কামনা করেন।
প্রধান শিক্ষক সরকার মো. আবুল কালাম আজাদ বলেন, নতুন শিক্ষাক্রম স্মার্ট বাংলাদেশ গড়তে ও
টেকসই ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরী করবে এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী ও কর্মমুখী
শিক্ষায় আগ্রহী করে গড়ে তুলবে। তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকল পক্ষের
মধ্যে সমন্বয় করে বাস্তবায়ন করার প্রতি গুরুত্ব আরোপ করেন।
উল্লেখ্য যে মতলব উত্তর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ
বিদ্যালয় ইতিমধ্যে সুনাম কুড়েয়েছেন। শিক্ষা ও সংস্কৃতি সহ সকল ক্ষেত্রে ইমামপুর পল্লীমঙ্গল
উচ্চ বিদ্যালয় উপজেলায় শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন।
প্রায় তিনশত অভিভাবকের উপস্থিতিতে এ ধরণের মতবিনিময় সভা আয়োজন করায় বিদ্যালয়
কর্তৃপক্ষকে অভিনন্দন জানানো হয় অভিভাবকের পক্ষ থেকে। ভবিষ্যতে আরও এ ধরনের মতবিনিময় করার
জন্য আহŸান জানানো হয়।