চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাভষবাদ ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্ৰামে ধানের চারা ফেলা নিয়ে তর্কের একপর্যায়ে মারধরের ঘটনায় কবির সরকার (৬০) নাম এক কৃষক নিহত হয়েছে। নিহত কবির সরকার ছোট লক্ষ্মীপুর গ্ৰামের মৃত. হান্নান সরকারের ছেলে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় বাড়ির পাশের ধানের চারা ফেলার জায়গা নিয়ে তর্ক হয় একই গ্ৰামের মৃত. ছিদ্দিক প্রধানের ছেলে মানিক প্রধান (৫৫) এর সাথে তর্ক হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করাসহ কিল ঘুষি মারতে থাকে। মানিক প্রধানের সাথে একই গ্ৰামের মুকবিল হোসেন ও মানিক প্রধানের স্ত্রী শামসুন নাহার ছিল। কিল ঘুষি ও উপযুপোরী আঘাতে কবির সরকার মৃত্যুর কোলে ঢলে পড়ে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়েছি, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করবে।