মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন বেপারী (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম হুগলি থেকে ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি সুমন বেপারী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার উত্তর সোন্দারা গ্রামের বেপারী বাড়ির মো. বিল্লাল বেপারীর ছেলে। তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় ও গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এ দিন দুপুরে উপ-পরিদর্শক (এসআই) আব্দুছ ছালাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম হুগলি গ্রামের উত্তর আদশা পাকা সড়কের উপর হতে মাদক কারবারি সুমন বেপারীকে ২০০ পিস ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।