মতলব উত্তরের মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন চালিয়েছে মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে বিশ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, চারটি মশারি জাল ও ৪টি বেহুন্দী জাল জব্দ করা হয়।
সোমবার (১৩ জানুয়ারী) বিকেলে উপজেলার মেঘনা নদীর বোরচর ও চরউমেদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। অভিযানে সহায়তা করেন কোস্টগার্ড মোহনপুর আউটপোস্ট।
অভিযান প্রসঙ্গে উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। এতে বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল জব্দ করে আগুন পুড়িয়ে বিনষ্ট করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে।