বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরিদগঞ্জ পৌর শাখার উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) বিকালে উপজেলা পরিষদ সংলগ্ন বিআরডিবি মাঠে সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মঞ্জিল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইসচেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনসভায় শুধুমাত্র লোক দেখানোর জন্য ভাড়া করে লোক নিয়ে আসার দিন শেষ। এখন প্রতিটি নেতাকর্মীকে জনগণের ঘরে ঘরে গিয়ে বিএনপির ৩১দফা ও তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে। কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচন কঠিন হবে, ইতিমধ্যেই এই বিষয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বার্তা দিয়েছেন। আজকের এই জনসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌর ইউনিটের জনসভা সম্পন্ন হলো। আমি সবকিছুই অবলোকন করেছি। দলের কে কি করেছেন, তার সবই আমার জানা রয়েছে। লোক দেখানোর হিসেব বাদ দিয়ে দলের জন্য কাজ করুন, এতে দল উপকৃত হবে। আমি বিগত সময়ে উপজেলা পরিষদ নির্বাচন করেছি, মাত্র ২ ঘন্টায় ৫৫হাজার ভোট দিয়ে জনগণ আমার প্রতি যেই ভালবাসা দেখিয়েছে, তাতে জনগণের প্রতি আমার বিশ্বাস ও আস্থা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকল নেতাকর্মী দলের প্রতি আস্থাশীল থেকে কাজ করুন।
পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সফিউল বাশার মুকুল পাটওয়ারী, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. নাহিদুল ইসলাম নাহিদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ। আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোজাম্মেল, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুর রহমান দুলাল, ডা. আবুল কালাম আজাদ, আব্দুল খালেক পাটওয়ারী, আবু জাফর খসরু মোল্লা, মহসীন মোল্লা, ফারুক আহমেদ খান, মাসুদ বেপারী, নজরুল ইসলাম নজু, আব্দুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুর রহমান পাটওয়ারী পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক জামাল হোসেন। আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস খান ও শ্রমিকদল সহ অন্যান্য নেতৃবৃন্দ ।