হাজীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা (মাষ্টারপ্ল্যান) প্রণয়নে ডাটা কালেকশন ও জরিপ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে আধুনিক ড্রোন ও হাই টেকনোলজি জিএনএনএন আরটিকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ডাটা কালেকশন ও জরিপ কার্যক্রম শুরু করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে হাজীগঞ্জ পৌরসভাসহ দেশের ১৬টি পৌরসভায় এ কার্যক্রম চলমান রয়েছে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের সার্বিক নির্দেশনায় এ দিন দুপুরে পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতারের উপস্থিতিতে ডাটা কালেকশন ও জরিপ কার্যক্রমের শুরু করেন, শেলটেক’র নগর পরিকল্পনাবীদ মো. রায়হান মিঞা শুভ। জরিপ কার্যক্রমে ড্রোন পরিচালনা করবেন, ইসতিয়াক হাসনাত ও জহির জাহান এবং হাই টেকনোলজি জিএনএনএন আরটিকেতে থাকবেন সার্ভেয়ার শাওন, তৌহিদ ও এনামুল।
এ সময় অতিথি হিসেবে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. ইদ্রিস মিয়া, সহকারী প্রকৌশলী (পানি ও বিদ্যুৎ) মো. মাহবুবর রশিদ, হিসারক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন, উচ্চমান সহকারী মো. আব্দুল লতিফসহ অন্যান্য কর্মকর্তা ও শেলটেক এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সুপরিকল্পিত নগর পরিকল্পনার জন্যে প্রথমে ভূমি, ড্রেন, রাস্তা ও পুকুরসহ বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যে ড্রোন ও আরটিকে প্রযুক্তি ব্যবহার করা হবে। হাজীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা (মাষ্টারপ্ল্যান) প্রণয়নে গত ৪ ডিসেম্বর প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে অনুষ্ঠিত কর্র্মশালায় টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি ও সুধীজন উপস্থিত ছিলেন।