চাঁদপুরের কচুয়া মাসনীগাছা উচ্চ বিদ্যালয় থেকে অবসরজনিত কারণে বিদায় নেওয়া পাঁচ শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৫ ফ্রেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের মাঠে সুসজ্জিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কচুয়া উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।
সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষক মোঃ আব্দুর রহমান বি.কম, মাওঃ শফিকুর রহমান, হারুনুর রশিদ ও দুজন শিক্ষক আবু জাফর,শ্রীসঙকুন চন্দ্র রায়কে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উল্লাহর সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী সাইফুল আলম চৌধুরী,উম্মে সালমা তুন্না, আবুল হোসেন ও মনির হোসেনের যৌথ পরিচালনায় মানপত্র পাঠ করেন সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট ইব্রাহীম খলিল মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক ডা.কবির হোসেন সোহেল,সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ,বিদ্যালয়ের সাবেক সভাপতি ফুজলুল হক,শোল্লা স্কুল এন্ড কলেজের প্রভাষক এমরান হোসাইন,ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন ইমাম, উপজেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক আব্দুল বাতেন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন,ধনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির উল্লাহ, প্রাক্তন শিক্ষার্থী মোঃ হাসানুর রহমান, দলিল লেখক খোরশেদ আলম, মোশাররফ হোসেন সহ আরো অনেকে।
সংবর্ধনা শেষে বিদ্যালয়ের বিভিন্ন সালের প্রাক্তন এসএসসির ব্যাচের শিক্ষার্থীরা সংবর্ধিত শিক্ষকদের উপহার সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।