চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হাজী আকরাম আলী একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আস্থা ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের প্রেসিডেন্ট শাহনাজ শারমিন জালাল।
প্রধান অতিথির বক্তব্যে শাহানাজ শারমিন জালাল বলেন, শুধু পড়াশোনা নয়, আলোকিত মানুষ হতে হবে। শিক্ষার্থীদের শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে শিক্ষার্থীদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি বলেন, সুশিক্ষা অর্জনের মাধ্যমে শিশুদের আগামী বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিশুরাই আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবে।
তিনি আরো বলেন, শুধু খেলাধুলাই নয়, লেখাপড়া ও ফলাফলের দিক দিয়েও যাতে ভাল পারফরমেন্স হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আজকের শিক্ষার্থীরা যদি মানবিক মানুষ হয়ে উঠতে পারে তাহলে তারাই আগামী দিনে দেশের হাল ধরতে পারবে। তাই সকল শিক্ষক ও অভিভাবকগণ শিক্ষার বিষয়ে সচেতন থাকবেন।
হাজী আকরাম আলী একাডেমির প্রতিষ্ঠাতা ড. মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নানেরর সভাপতিত্বে সভায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আহসানুজ্জামান, মোহাম্মদ আবু হানিফ মিয়া, সৌদি প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রশীদ।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।