মতলব উত্তর ব্যুরো :
মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করে সংগঠনটির নেতা কর্মীরা।
মঙ্গলবার বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটা হয়।
মতলব উত্তর ছাত্রলীগের যুগ্ম আহ্ববায়ক নূরনবী খানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্ববায়ক মাসরুল খান তামিমের সঞ্চালনায় এসময় ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্ববায়ক গোলাম কিবরিয়া টিটু, পৌর ছাত্রলীগ সভাপতি রাজিব মিয়া, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, যুগ্ম সাধারন সম্পাদক আবু হানিফ অপু, জাহিদুর রহমান টিপু, পৌর ছাত্রলীগ নেতা রিফাত বাবু, আসিক লস্কর, সিফাত, হাবিব’সহ নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাহফিলে শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এসময় হল কর্তৃপক্ষের উদ্যোগে কেক কাটা ও দোয়া মাহফিলে অংশ নেন তাঁরা।