আহসান হাবীব সুমন:
কচুয়া উপজেলার ঐহিত্যবাহী জগতপুর উচ্চ বিদ্যালয়ে ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসবাবপত্র বিতরণ করা হয়েছে। বুধবার জগতপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আসবাবপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জগতপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. শাহজাহান শিশিরের সভাপতিত্বে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জগতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রানী।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদলসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।