জাতীয় পার্টির সহযোগী সংগঠন ‘পেশাজীবি পরিষদ’ এর কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি হলেন, হাজীগঞ্জের জহির হোসাইন টিপু (জে.এইচ টিপু)। তিনি উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা হাজী মো. আবু তাহেরের মেঝো ছেলে।
গত বুধবার (২৭ সেপ্টেম্বর) ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি এবং জাতীয় পার্টির মহাসচিব মো. মজিবুল হক চুন্ন এমপি।
রাজধানী ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় পেশাজীবি পরিষদের অনুমোদিত কমিটির সভাপতি হলেন ডাঃ মো. মোস্তাফিজুর রহমান আকাশ ও সাধারণ সম্পাদক হলেন ডাঃ মো. রাকিবুল হাসান সাগর।
এক প্রতিক্রিয়ায় জে.এইচ টিপু জানান, আমি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত। পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের হাতে গড়া শেষ সংগঠন জাতীয় পেশাজীবি পরিষদ। সেই সংগঠনে আমাকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত করায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব মহোদয়ের কাছে আমি কৃতজ্ঞ।
একই সময়ে তিনি জাতীয় পেশাজীবি পরিষদের সভাপতিসহ কেন্দ্রীয় কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি সংগঠনকে শক্তিশালিকরণে সকল পেশাজীবি পরিষদের নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মী এবং হাজীগঞ্জ-শাহরাস্তিবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।