হাজীগঞ্জের এনায়েতপুর মরহুম ইকবাল হোসেন আখন্দ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সিজন-৩ উদ্বোধন। গত বৃহস্পতিবার ২৩ নভেম্বর দুপুরে এনায়েতপুর স্থানীয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। সেবা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আনোয়ার হোসেন নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো. আকতার হোসেন দুলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন ফারুক, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হুমায়ন কবির স্বপন, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সালেহ আহমদ রানা, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মজুমদার।
অনুষ্ঠানের পূর্বে মরহুম ইকবাল হোসেন আখন্দ স্মৃতি টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আগত অতিথিদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। পরে ট্রফির মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ মো. জাহাঙ্গীর আলম, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. শাহআলম মজুমদার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, পৌর ছাত্রদলের আহবায়ক মাহফুজুর রহমান রবিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেন।