মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান হিটুর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর বাজারস্থ ঈদগাহ মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযা’র পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা অধ্যাপক একেএম ফজলুল হক, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম রোমান।
আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ খসরু, হাজীগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম মীর, সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম মামুন, ফরিদুল ইসলাম, শুকুর আলম শুভ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি প্রমুখ।
বক্তব্যের পূর্বে মরহুম হাবিবুর রহমান হিটুর কপিনে সাংসদ, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর জানাযা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত এবং পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় জেলা আওয়ামী লীগের কোষাধ্য রোটা. আহসান হাবীব অরুণ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা সত্য ব্রত ভদ্র মিঠুন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও জানাযা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, পৌর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, স্থানীয় ও এলাকাবাসীসহ কয়েক শতাধীক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সোমবার (১০ অক্টোবর) বিকালে রাজধানীর একটি হাসপাতালে ব্রেণস্টোকজনিত কারণে হাবিবুর রহমান হিটু মারা যান।
মরহুম হাবিবুর রহমান হিটু হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের হাওলাদার বাড়ির নোয়াব আলী হাওলাদারের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি বাবা, মা, স্ত্রী ও এক শিশু সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
Post Views: ২