মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
আবারো পুরস্কৃত হলেন, হাজীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রেজাউল করিম মামুন। মঙ্গলবার (১১ অক্টোম্বর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মিলন মাহমুদের হাত থেকে গত সেপ্টেম্বর মাসের ভালো কাজের স্বীকৃতি সরূপ (ওয়ারেন্ট তামিল) তিনি এ পুরস্কার (সম্মামনা ক্রেস্ট) গ্রহণ করেন।
এর আগে এএসআই রেজাউল করিমন মামুন পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত হয়ে পাঁচবার জেলার শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, সেপ্টেম্বর (২০২২ইং) মাসের ভালো কাজের স্বীকৃতি সরূপ ওয়ারেন্ট তামিলে বিশেষভাবে পুরস্কৃত হন জেলার ৬ জন পুলিশ কর্মকর্তা। এর মধ্যে ৩ জন উপ-পরিদর্শক (এসআই) ও ৩ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এই ৩ জন সহকারী উপ-পরিদর্শকের মধ্যে একজন হলেন মো.রেজাউল করিম মামুন।
এক প্রতিক্রিয়ায় এএসআই মো. রেজাউল করিম মামুন ভবিষ্যতে তার দায়িত্ব পালনকালীন সময়ে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন