মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে মো. আব্দুল রশিদ জসিম নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। বুধবার দিবাগত তাকে গ্রেফতার করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আজিজসহ সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত আসামি মো. আব্দুল রশিদ জসিম উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ড পালিশারা গ্রামের আব্দুল হক বেঁচার ছেলে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
জানা গেছে, জিআর ১৭৫/১৬ হাজীগঞ্জ মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. আব্দুল রশিদ জসিম দীর্ঘদিন পলাতক ছিলেন। আদালত কর্তৃক তার বিরুদ্ধে ৫ বছর ০৬ মাস সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আজিজসহ সঙ্গীয় ফোর্স।