অনলাইন নিউজ ডেস্ক:
হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে । দিবসটি উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
এদিন সকালে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহলম মিজির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক লায়ন মোহাম্মদ আনিসুজ্জামান শিশির।
সহকারী শিক্ষক মো. রবিউল আউয়াল বিপ্লব ও গোপাল কৃষ্ণের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পরিচালনা পর্ষদের সদস্য মো: মোস্তাফিজুর রহমান চৌধুরী শামীম, সেলিম প্রধানিয়াসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় করিম খান, সহকারী প্রধান শিক্ষক মো. মকবুল হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।