ফাহাদ খান :
ফরিদগঞ্জে রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি দোকানঘর পুড়ে ছাই হয়ে
গেছে। এতে ওই দোকানের ব্যবসায়ী ও দোকান মালিকের প্রায় ২০ লক্ষ
টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী তাদের। উপজেলার চরদুঃখীয়া পশ্চিম
ইউনিয়নের পিরোজপুর বাজারে শনিবার (৮ এপ্রিল) দিবাগত রাত ১টার
দিকে এই অগ্নিকাÐের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে
আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে দোকানে থাকা সকল
মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি
হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
জানা যায়, পিরোজ বাজারে মো. বাহার উদ্দিন’র টিন সেড বিল্ডিং’র
দোকান ঘরটি দুবাই ফেরত মো. শাহীন পাটওয়ারী ভাড়া নিয়ে পাটওয়ারী
ফ্যাশন নামের ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। বিদেশে
রুটি রোজগারের সম্পন্ন টাকা ও বিভিন্ন স্থান থেকে টাকা
সংগ্রহ করে দোকানটিতে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল নিয়ে ব্যবসা
করে আসছেন। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন রাতে ১০ নাগাদ দোকান
বন্ধ করে বাড়ীতে চলে যান দোকানের মালিক ও কর্মচারীরা। রাতে ফোনের
মাধ্যমে খবর পেয়ে তিনি বাজারে এসে দেখেন সকল মালামাল পুড়ে ছাই
হয়েগেছে।
বিষয়টি নিয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো. শাহীন পাটওয়ারী বলেন, আমার
দোকানে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল ছিল। তা ছাড়া যেদিন
অগ্নিকান্ডের ঘটনা ঘটে,তার আগেরদিন আমি ঢাকা থেকে ইদের
মোকাম করে আসছি। রাত সোয়া ১ টা নাগাদ মোবাইল ফোনের
মাধ্যমে খবর পেয়ে এসে দেখি আমার তিল তিল করে জমানো স্বপ্ন পুড়ে
ছাই হয়েগেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈদ্যুতিক
শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে নাই। কারন আমার
দোকানের বৈদ্যুতিক মেইন সুইচটি সম্পন্ন অক্ষত রয়েছে।
দোকান ঘরের মালিক মো. বাহার উদ্দিন বলেন, আমি ঢাকাতে ছিলাম,
অনেক কস্ট করে এ দোকানঘরটি করেছি। আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি
হয়েছে।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. সালাউদ্দিন জানান,
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের একটি টিম অগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত। তা সঠিকভাবে বলতে পারবো না।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল
মান্নান বলেন, এ বিষয়ে থানাতে কোন অভিযোগ পাওয়া যায়নি।
অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।