চাঁদপুর থেকে প্রকাশিত বহুল আলোচিত দৈনিক শপথের ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ আগস্ট বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভসূচনা করা হয়।
ফরিদগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন লন্ডনপ্রবাসী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক শপথ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম, আমান উল্যা খাঁন ফারাবী, মো. ফাহাদ খাঁন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক নারায়ন রবিদাস, এস এম ইকবাল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক মৃধা, আইসিটি সম্পাদক গাজী মমিন, সাংবাদিক জসিম উদ্দিন, জাকির হোসেন সৈকত, শাকিল মুশফিক, কে এম নজরুল ইসলাম, ফখরুল ইসলাম, মামুন হোসাইন, জাকির হোসেন ও অন্যান্য সাংবাদিকবৃন্দ। এসময় দৈনিক শপথের এবং উপস্থিত সকল সাংবাদিকদের পরিবারের জন্য দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের শেষে কেক কেটে বর্ষপূর্তি উদযাপনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তাগণ দৈনিক শপথের আলোচিত দিকগুলো নিয়ে বক্তব্য রাখেন।